গাব্বায় ইতিহাস তৈরি করল টিম ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে টেস্ট সিরিজ জয় করল ভারত

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ জানুয়ারি:
গাব্বায় ইতিহাস তৈরী করল রাহানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। মঙ্গলবার পৃথিবীর সব থেকে দ্রুততম পিচে অজির প্রেস আক্রমনকে ভোঁতা করে জয় ছিনিয়ে নিলেন রিশভ পন্থরা। ৩২৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছিলেন শুভমান গিল ও চেতেশ্বর পুজারা। গাব্বার মাটিতে দাঁড়িয়ে অনবদ্য একটি ৯১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেন চেতেশ্বর পুজারা। তিনিও ৫৬ রানের একটি ভালো ইনিংস ভারতীয় দর্শকদের উপহার দেন।

কিন্তু এক সময় এই দুই জনকেই হারিয়ে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সব চাপ অবশ্য উড়িয়ে ভারতের জন্য আক্রমনাত্মক মনোভাব নিয়েই গাব্বার মাটিতে দাঁড়িয়ে ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলেন ভারতীয় দলের এই উইকেট রক্ষক-ব্যাটসম্যান। গাব্বায় ম্যাচ জিতে টিম রাহানের ছেলেরা ইতিহাস তৈরি করে ফেললেন। অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে তাদের ২- ১ করে সিরিজ জিতলেন। চোট আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া এই ম্যাচে কখনোই ফুল টিম পাননি। তারপরও এই জয়। ভারতীয় দলের এমন জয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে জানিয়েছেন, আমরা ভারতীয় দলের জন্য গর্বিত। জয় হিন্দ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here