ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, বলল আইএমএফ

আমাদের ভারত, ৪ ডিসেম্বর: ভারতীয় অর্থনীতিতে করোনা অতিমারীর ভয়াবহ ছাপ পড়েছে। বিধ্বস্ত হয়েছে অর্থনীতি। তবে এখন সেই অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বলে মত প্রকাশ করল ইন্টারন্যাশনাল মনিটারিং ফান্ড বা আই এম এফ।

বৃহস্পতিবার ভারতের অর্থনীতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ প্রকাশ করল আন্তর্জাতিক সংস্থাটি। সেপ্টেম্বরে ভারতের অর্থনীতির জিডিপি গ্রোথ যা ছিল তার প্রেক্ষিতে এই দু’মাসের অনেক উন্নতি করেছে বলে জানিয়েছেন আইএমএফের মুখপাত্র গেরি রাইস।

রাজস্ব, ব্যবসা, কৃষি সবক্ষেত্রই অর্থনীতিকে পুষ্ট করবে। আর তা হলেই দেশের অর্থনীতির উন্নতি ঘটবে। কেটে যাবে করোনার কারণে হওয়া অচলাবস্থা।

আই এম এফ এর সাথে ভিডিও কনফারেন্সের বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর লক্ষণ হিসেবে যে ভি শেপড প্যাটার্ন দেখা যায় সেটা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে ভারতের ক্ষেত্রে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here