শেষ রক্ষা হলো না, ভারতেও ওমিক্রনের হানা, খোঁজ মিলল ২ আক্রান্তের

আমাদের ভারত, ২ ডিসেম্বর:সর্তকতা স্বত্তেও শেষ রক্ষা হলো না। এই মুহূর্তে বিশ্ববাসীর উদ্বেগ বাড়িয়ে তোলা করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের থেকে রেহাই পেল না ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত দুজন করোনা আক্রান্তের শরীরে ওমিক্রন ভেরিয়েন্টের খোঁজ মিলেছে।

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সচিব লভ আগারওয়াল জানান ওমিক্রনের মোকাবিলায় নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষার ক্ষেত্রে বেশি জোর দিচ্ছিল কেন্দ্র। গুরুত্ব দেওয়া হয়েছিল জেনম সিকুয়েন্সে। আর তাতেই দুজনের শরীরে ওমিক্রন ভেরিয়েন্ট ধরা পড়েছে।

স্বাস্থ্য সচিব জানান কর্নাটকের দুজনের শরীরে এই ভেরিয়েন্টের সন্ধান মিলেছে। তাদের মধ্যে একজনের বয়স ৬৬ বছর। অন্যজনের বয়স ৪৬ বছর। গতকাল রাতে এই রিপোর্ট স্বাস্থ্যমন্ত্রকের কাছে এসেছে বলে জানিয়েছেন তিনি। জানা যাচ্ছে আক্রান্তদের মধ্যে একজন পর্যটক ও অন্যজন স্বাস্থ্যকর্মী। আক্রান্ত দুজনেরই উপসর্গ অত্যন্ত মৃদু। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সবাই যাতে করোনা বিধি মেনে চলে, ভিড় এড়িয়ে চলেন তার পরামর্শ দেওয়া হয়েছে।

করোনা সংক্রান্ত টাস্ক ফোর্সের প্রধান বি কে পল জানিয়েছেন এখনই নতুন করে কোন করোনা বিধি তৈরির কথা কেন্দ্র ভাবছে না। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

দিন কয়েক আগেই করোনার এই নতুন ভেরিয়েন্ট ওমিক্রন উদ্বেগের কারণ হতে পারে বলে ব্যাখ্যা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। দক্ষিণ আফ্রিকাতে প্রথম এই ওমিক্রনের সন্ধান মিলেছিল। বিশ্বের যেসব দেশে ওমিক্রনের সন্ধান পাওয়া গেছে সেগুলিকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছিল কেন্দ্রের তরফে। এই নতুন প্রজাতির অভিযোজন ক্ষমতা বেশি যার ফলে সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। ভারতে এর আগে ডেল্টা ভেরিয়েন্টকে দ্বিতীয় ঢেউ-এর কারণ হিসেবে চিহ্নিত করেছিলেন বিশেষজ্ঞরা। এবার ওমিক্রনের কারণে আবার নতুন ঢেউ আসবে না তাতে আশঙ্কিত মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *