পুরুলিয়ায় স্কলারশিপের দাবিতে আদিবাসী কলেজের ছাত্র ছাত্রীদের বিক্ষোভ, পথ অবরোধ

সাথী দাস, পুরুলিয়া, ২৭ মে: স্কলারশিপ না পাওয়ার জন‍্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় ও তার অন্তর্গত বিভিন্ন কলেজের আদিবাসী ছাত্র-ছাত্রীরা।

আজ সকাল দশটা নাগাদ পুরুলিয়া রাঁচি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অবরোধের ফলে দুই প্রান্তে আটকে যায় প্রচুর যাত্রীবাহী গাড়ি ও লরি। অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায় পুরুলিয়ার মফঃস্বল থানার পুলিশ। অবরোধকারীরা ঘটনাস্থলে জেলাশাসককে এসে কথা বলার দাবিতে অনড় থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়েই যান পুলিশের আধিকারিকরা। প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে যান পুরুলিয়া (সদর) মহকুমাশাসক বিমলেন্দু দাস। প্রসাশনিক স্তর থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের মধ্যে বিরসাবীর বাস্কে, সিজন মান্ডি, শৈলেন বেসরা বলেন, “গত দুই বছর ধরে স্কলারশিপের টাকা আমরা পাইনি। অথচ, তপশিলী জাতি সহ অন্যান্যরা স্কলারশিপের টাকা নিয়মিত পাচ্ছেন। অজানা কারণে আমাদের বঞ্চিত করা হয়েছে। আজ আমাদের ক্লাস রুমে থাকার কথা কিন্তু দুঃখের বিষয় স্কলারশিপের টাকার জন্য রাস্তায় বসতে হচ্ছে। আমরা অবিলম্বে বকেয়া অর্থ চাইছি।”

অবরোধ তুলে নেওয়ার পর ওই শিক্ষার্থীরা জেলাশাসকের কার্যালয় চত্বরে জমায়েত করেন। বকেয়া মেটানোর নির্দিষ্ট দিন প্রশাসনের দিক থেকে না পাওয়ায় আন্দোলনে অনড় ছিলেন আদিবাসী শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *