অশোকনগরে ট্রাক্টর ও লাঙ্গল নিয়ে মিছিল করলেন আদিবাসী কৃষকরা

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৬ ডিসেম্বর:
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে আদিবাসী কৃষকরা কোনও রাজনৈতিক ব্যানার ছাড়াই এক সংহতি মিছিল করলেন অশোকনগরে। আদিবাসী কৃষকদের এই বর্ণাঢ্য মিছিলে একদিকে যেমন ছিল ধামসা মাদল সহ আদিবাসী নৃত্য অন্যদিকে কৃষকদের কাঁধে ছিল লাঙ্গল এবং মিছিলের একদম প্রথমেই ছিল মাঠে চাষ করার ট্রাক্টর।

অশোকনগর বাইগাছি থেকে এই মিছিল শুরু হয়ে অশোকনগর আট নম্বর চৌরঙ্গী মোড়ে এসে বিক্ষোভ দেখায় চাষীরা, এর পরেই প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে তাদের মিছিল শেষ করেন। মিছিল শেষে কৃষকরা জানিয়েছেন, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন প্রত্যাহার করতে হবে এবং কৃষকদের দাবি মেনে নিতে হবে, তা নাহলে আগামী দিনে আদিবাসী কৃষকরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন এমনটাই জানিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here