অটোর সঙ্গে ইন্ডিকার মুখোমুখি সংঘর্ষ, মৃত ২, আহত ৮

সায়ন ঘোষ, বসিরহাট, ৩০ জানুয়ারি: ইন্ডিকার সঙ্গে অটো রিকশার ভয়াবহ সংঘর্ষে বসিরহাটে দুই ব্যক্তির মৃত্যু হলো। মহিলা ও শিশু সহ আহত ৮ জন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার সিরাজপুর এলাকায়। মৃতদের নাম উৎপল ঘোষ ও কাদের মোল্লা। দু’জনেই হাসনাবাদের ট্যাংরা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে যাত্রী বোঝাই করে একটি অটো ন্যাজাট থেকে হাসনাবাদের দিকে যাচ্ছিল, উল্টো দিক থেকে একটি বাইক আসলে দ্রুতগতিতে সেটাকে বাঁচাতে গিয়ে অটোর সঙ্গে ইন্ডিকার মুখোমুখি সংঘর্ষ হয়। অটো উল্টে গিয়ে মহিলা ও শিশু সহ আহত হয় ১০ জন। স্থানীয় বাসিন্দারা ছুটেছে এসে আহতদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করলে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। এদেরকে কলকাতা আর্জিকর হাসপাতালে নিয়ে গেলে, সেখানে দুইজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার ভোর বেলায় উৎপল ঘোষ ও কাদের মোল্লা মারা যান। এদের বাড়ি হাসনাবাদ থানা ট্যাংরা গ্রামে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here