জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১১ জুলাই: সিআরপিএফ ৫০ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে জঙ্গলমহলের লালগড় সারদামনি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের জন্য তৈরি একটি বাথরুমের উদ্বোধন করা হল। দীর্ঘদিন ধরেই জঙ্গলমহলে গ্রাম দত্তক নেওয়া, লোধা শবরদের উন্নয়ন সহ নানান সামাজিক কর্মসূচি গ্রহণ করে চলেছে সিআরপিএফ। শনিবার সিআরপিএফের ৫০ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট বজরং লাল জানিয়েছেন, সারা বছর ধরে তাদের এই ধরনের সামাজিক কর্মসূচি চলতে থাকে। এদিনের অনুষ্ঠানে কমান্ড্যান্ট বজরং লাল ছাড়াও লালগড় রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী দেববরানন্দ মহারাজ, সারদামনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বর্ণলতা বেরা সহ অনান্যরা উপস্থিত ছিলেন।