মন্দিরময় পাথরা গ্ৰামকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরার জন্য “ট্রাভেল এজেন্সি অ্যাশোসিয়েশন অব‌ বেঙ্গল”-এর উদ্যোগ

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের মন্দিরময় পাথরা গ্ৰামকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরার জন্য এবং উন্নতির জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পর্যটন সংস্থাগুলির সংগঠন “ট্রাভেল এজেন্সি অ্যাশোসিয়েশন অব‌ বেঙ্গল (TAAB)” এই অনুষ্ঠান পালন করে। এদিন সকালে গ্ৰামবাসী সহ বিভিন্ন অতিথিদের নিয়ে সমগ্ৰ গ্ৰাম প্রদক্ষিন করে ঘুরে দেখানো হয়। গ্ৰামের ইতিহাস আলোচনাকরা হয়। স্থানীয় হস্তশিল্পকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য উদ্যোগ নেওয়া হয়।

জেলার বণিক সংগঠন, কনফেডারেশন অফ পূর্ব এন্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *