পুরুলিয়ার কাশীপুরে কিশোরদের ফুটবলমুখী করার উদ্যোগ ও শিশুদিবস উদযাপন

সাথী দাস, পুরুলিয়া, ১৪ নভেম্বর: শিশুদের মোবাইল ফোনে ইন্টারনেট গেমের আশক্তি থেকে রক্ষা করতে এবং ফুটবলে উৎসাহিত করতে সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) উদ্যোগে এআইএফএফ ন্যাশনাল চিলড্রেনস ডে ২০২১ পালিত হল। পুরুলিয়ার কাশীপুর থানার কালাঝোর নবীন সংঘের মাঠে অনুষ্ঠিত হয় একটি ফুটবল ম্যাচ।

সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব( পুরুলিয়া শাখা) ও কালাঝোর নবীন সংঘের যৌথ সহযোগিতায় এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। এই উপলক্ষ্যে আশেপাশের গ্রামগুলো থেকে অসংখ্য শিশু খুবই উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। পাশাপাশি এআইএফএফ গ্রাসরুট ফুটবল কোচিং ক্যাম্পের আজ উদ্বোধন হয়। উদ্ধোধন করেন আইএফএ অনুমোদিত গোষ্ঠ পাল চ্যাম্পিয়নস গোল্ডেন বেবি লিগের লিগ অপারেটর এবং সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সচিব সামসুল আলম। এই প্রশিক্ষণ ক্যাম্প সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব এবং কালাজ্বর নবীন সংঘ যৌথভাবে এলাকার শিশু-কিশোরদের ফুটবলে আগ্রহী করে আগামী দিনে ভারতীয় ফুটবলে নতুন তারকা তুলে আনার সংকল্প নিয়েই আজকের যাত্রা শুরু করবে বলে জানান এলাকার বিশিষ্ট ফুটবলার সুরজিৎ মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *