ফুটপাতবাসী ও ভবঘুরেদের জন্য উদ্যোগ 

আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ মার্চ: লকডাউনের ফলে ভবঘুরে ফুটপাতবাসীদের অবস্থা সংকটজনক। চেয়ে চিন্তে খাবার মতন অবস্থা তারের আর নেই। দোকান বন্ধ, রাস্তায় লোক নেই, চাইবে কার কাছে! সেই ভবঘুরে ও পথবাসীদের সাহায্যার্থে এগিয়ে এলেন বেলদার কয়েকজন সহৃদয় ব্যক্তি এবং বেলদার ব্যবসায়ী সংগঠন বেলদা ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশন। 

লকডাউন চলাকালীন বৃহস্পতিবার বেলদা স্টেশন ও তার আশেপাশে থাকা  ভবঘুরে ও পথবাসীদের বসে খাবার ব্যবস্থা করলেন তারা। বুধবার রাত থেকে বেলদা ও তার পার্শ্ববর্তী ঠাকুরচক ও খাকুরদা থেকে মোট ২৫ জন ভবঘুরে ও পথবাসীকে চানাচুর মুড়ি, বিস্কিট ও রুটি দেন তারা। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত তাদের দুবেলা করে খাওয়ার ব্যবস্থা করবে বেলদার এই ব্যবসায়ী সংগঠন, বলে জানালেন সংগঠনের সম্পাদক নূর হোসেন খান।

তাদের এই উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বেলদার পুলিশ-প্রশাসন। বেলদার ব্যবসায়িক সংগঠনের দেওয়া খাবারগুলি ভবঘুরেদের কাছে পৌঁছে দিতে বেলদা থানার পুলিশ একটি বোলেরো গাড়ি  দিয়েছেন এবং খাবারগুলি বিলি করার জন্য সেই সঙ্গে কয়েকজন সিভিক পুলিশকে সঙ্গে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *