পুরুলিয়ায় নীলকুঠি ডাঙ্গা ক্লাবের উদ্যোগে আন্তঃ রাজ্য ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা

সাথী দাস, পুরুলিয়া, ৭ আগস্ট: পুরুলিয়া শহরের নীলকুঠি ডাঙ্গা ক্লাবের প্লাটিনাম জুবিলি উদযাপনের অঙ্গ হিসেবে আন্তঃ রাজ্য ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। উৎসাহের সঙ্গে পুরুলিয়া জেলা ছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান জেলা থেকে প্রতিযোগিরা অংশ নেন। ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকেও প্রতিযোগিরা উৎসাহের সঙ্গে দৌড়ে অংশ নেন। মোট ১৩২ জন প্রতিযোগীর মধ্যে ছোটদেরও দৌড়াতে দেখা গিয়েছে এদিন।

রাঁচি রোডে বেলকুঁড়ি সাধুর আশ্রম এলাকা থেকে দৌড়ের সূচনা হয়। ১০ কিলোমিটার দূরত্বে পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল মাঠে দৌড় শেষ হয়। বেলার দিকে ক্লাব কক্ষে ৭৫ বছর পূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগীদের উৎসাহ দিতে ক্লাবের পক্ষ থেকে সব অংশগ্রহণকারীকেই শংসাপত্র তুলে দেওয়া হয়। এছাড়া প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারিদের আর্থিক পুরস্কার দেওয়া হয়।

ঝাড়খণ্ডের লক্ষ্মণ সরেন ৩৩.১৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। রঘুনাথপুরের রমেশ বাউরি দ্বিতীয় ও পশ্চিম মেদিনীপুরের কৃষ্ট হেমব্রম তৃতীয় স্থান অর্জন করেন। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন জেলা সভাধিপতি সুজয় ব্যানার্জি, জেলা অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত প্রমুখ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here