নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ জুন: অমিত শাহের সভার আগে রাজ্যজুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা। রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনে রাজ্যপালের দ্বারস্থ যুবমোর্চা। সংগঠনের সভাপতি সৌমিত্র খাঁ সকালেই রাজ্যপালের সঙ্গে দেখা করেন।
তিনি রাজ্যপালের কাছে নালিশ জানান, রাজ্য সরকার ইচ্ছে করেই রাজ্যের বহু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে। সোস্যাল মিডিয়ার মাধ্যমে আজ মঙ্গলবার অমিত শাহ বঙ্গে ভার্চুয়াল সভা করেন। সেই সভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমন করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আর অমিত শাহর বক্তব্য যাতে রাজ্যের মানুষ দেখতে না পারেন তারজন্যই রাজ্যের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে শাসক দল। যদিও সৌমিত্র খাঁয়ের এমন অভিযোগ নিয়ে রাজ্যের তরফে সরকারি ভাবে কিছু বলা হয়নি।
পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখে বাংলায় বিজেপির অগ্রগতি আটকানো যাবে না বলে বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি। যত বিজেপিকে আটকাবে তত বিজেপি কর্মীরা দলকে সাফল্যের রাস্তায় নিয়ে যাবেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।