
পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ জানুয়ারি: পৌর এলাকায় আন্ত্রিকের প্রকোপ, আক্রান্ত কমপক্ষে ৩০ জন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পৌরসভার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই খড়ার পৌরসভার ৬, ৭ ও ৪ নম্বর ওয়ার্ডে বেড়েই চলেছে আন্ত্রিকে আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত মোট ৩০ জন আক্রান্ত, তবে বর্তমানে ১৫ জন আক্রান্তের চিকিৎসা চলছে বাড়িতে ও হাসপাতালে। কি কারনে পৌর এলাকায় আন্ত্রিকের প্রকোপ তা খতিয়ে দেখছে পৌর প্রশাসন।
স্থানীয়দের দাবি পৌর এলাকার পানীয় জল থেকেই ছড়াচ্ছে আন্ত্রিক। এলাকার মানুষজন জানাচ্ছেন পায়খানা, বমি সহ জ্বর লক্ষ্য করা যাচ্ছে আক্রান্তদের মধ্যে। বেশ কয়েকদিন ধরেই আন্ত্রিকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়াচ্ছে আতঙ্ক।