মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজবাঁধে রাষ্ট্রায়ত্ত গ্যাস বোটলিং প্ল্যান্টে নেতৃত্বের অনুমতি ছাড়াই আইএনটিটিইউসির শ্রমিক বিক্ষোভ

জয় লাহা, দুর্গাপুর, ৩০ আগস্ট: মুখ্যমন্ত্রীর সফরের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বকেয়া মজুরির দাবিতে তৃণমূল শ্রমিক সংগঠনের নামে কাজ বন্ধ করে বিক্ষোভ। সোমবার সাতসকালে এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ল শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে। ঘটনাটি ঘটেছে কাঁকসার রাজবাঁধে রাষ্ট্রায়ত্ত সংস্থার গ্যাস বোটলিং প্ল্যান্টে। নাম ভাঙিয়ে দলকে কালিমালিপ্ত করার অভিযোগ তুলেছে সংস্থায় তৃণমূলের অনুমেদিত ঠিকাশ্রমিক সংগঠন। 
ঘটনায় জানা গেছে, রাজবাঁধে রাষ্ট্রায়ত্ত ওই গ্যাস বোটলিং প্ল্যান্টে ঠিকাশ্রমিকদের গত দু’মাস ধরে মজুরি বকেয়া রয়েছে বলে অভিযোগ। সোমবার ওই বকেয়া মজুরির দাবিতে তৃণমূল শ্রমিক সংগঠনের নামে কয়েকজন কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভরত সপ্তম পাঁজা জানান,” ৬০ জন ঠিকাশ্রমিক রয়েছি। গত দুমাস হয়ে গেছে। এখনও মজুরি দেয়নি। ইএসআই, পিএফ দেয় না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। বকেয়া না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” যদিও ঘন্টা কয়েকের মধ্যে শ্রমিকদের অবরোধ উঠে যায়। প্রশ্ন উঠেছে, আইএনটিটিইউসির নাম নিয়ে কাজ বন্ধ করে বিক্ষোভে। অভিযোগ, এধরনের আন্দোলনে তাদের কোনও বৈধ অনুমতি ছিল না দলের শীর্ষ নেতৃত্বের। 

জানা গেছে, রাষ্ট্রায়ত্ত ওই বোটিলিং প্ল্যান্টে আইএনটিটিইউসি অনুমোদিত এলপিজি বোটলিং প্ল্যান্ট টেরিটরিয়াল কন্ট্রাক্টার ওয়ার্কাস ইউনিয়ান রয়েছে। যার সহ সভাপতি মোহন পাল। এদিনের আন্দোলন প্রসঙ্গে তিনি জানান,” যারা এদিন কাজ বন্ধ করে আন্দোলন করেছে, তাদের কোনও বৈধ অনুমতি নেই। দাবি থাকলে শান্তিপূর্ণ আন্দোলন করা যায়। তবে দলনেত্রীর স্পষ্ট নির্দেশ কাজ বন্ধ করে কোনও আন্দোলন চলবে না। তাছাড়া মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী দুদিনের সফরে আসছেন জেলায়। তার আগে এধরনের আন্দোলন দলকে কালিমালিপ্ত করছে। বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি।” 

এদিকে এদিনের ঘটনায় শাসকদলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে আসে। রাজবাঁধে তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই গোষ্টীর দ্বন্দ্ব দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রীর সফরের আগে এদিনের ঘটনায় সেই দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসায় কার্যত অস্বস্তিতে পড়েছে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব। পশ্চিম বর্ধমান তৃণমূল শ্রমিক সংগঠন  জেলা আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক জানান, “এধরনের কোনওরকম কর্মসূচি ছিল না। এধরনের আন্দোলন দল সমর্থন করে না। খবর পেয়েই অবরোধ তোলা করিয়েছি। কে বা কারা এধরনের বিক্ষোভ করেছে, তার দলীয়স্তরে তদন্ত হবে। এবং দলের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।” 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *