আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ ডিসেম্বর: আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত জুটমিলের আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং জেলা নেতৃত্বদের সঙ্গে নিয়ে এই প্রথমবার সমাবেশ হল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের শিল্পাঞ্চলের অন্তর্গত সুকান্ত সদন অডিটোরিয়ামে। রাজ্যের ৫৬টি জুটমিলের আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের নেতা সহ অন্তত দেড় হাজার শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন।
তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জুটমিলের বর্তমান অবস্থা নিয়ে এদিন শ্রমিকদের কাছে বার্তা দেন রাজ্যসভার সাংসদ তথা আই এন টি টি ইউ সি সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা সভাপতি সুব্রত বক্সি এই জুট শিল্প সমাবেশে উপস্থিত হয়ে বলেন, “জুট শিল্পে দালাল চক্র চলবে না, বন্ধ হবে ফড়েরাজ। নিজের খাটনির একটা টাকাও কোনও দালালের হাতে দিতে হবে না শ্রমিকদের।”
বক্তব্য রাখেন দমদম কেন্দ্রের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, মন্ত্রী পূর্ণেন্দু বসু ও তাপস রায়। পূর্ণেন্দু বসু এদিন রাজ্যের সমস্ত জুটমিলের শ্রমিকদের একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন। খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, উত্তর ২৪ পরগনা জেলার আই এন টি টি ইউ সি র সভাপতি তাপস দাশগুপ্ত, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, শ্রমিক নেতা লালন পাশোয়ান সহ জেলার বিভিন্ন পৌরসভার পৌরপ্রশাসক ও তৃণমূল কাউন্সিলররা উপস্থিত ছিলেন।