
আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৪ জুন: সপ্তাহ দুয়েক আগে ঘূর্ণিঝড় আমফানে দক্ষিণ ২৪ পরগনার ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখলেন রাজ্যের সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কলকাতা থেকে হেলিকাপ্টারে তিনি পাথরপ্রতিমা আসেন। পাথরপ্রতিমা কলেজ মাঠে নামে মন্ত্রীর হেলিকাপ্টার। সেখান থেকে নদী পথে পাথর প্রতিমা ব্লকের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন। সাথে ছিলেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা।
ঘূর্ণিঝড় আমফানে সুন্দরবন সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। বহু জায়গায় নদীবাঁধ ভেঙ্গে গ্রাম প্লাবিত হয়েছে। এখনো সব জায়গায় বাঁধ বাঁধা সম্ভব হয়নি। তার উপর সামনে পূর্ণিমার ভরা কোটাল, সেই কোটালে আবারও নদী বাঁধ ভেঙ্গে গ্রাম প্লাবিত হওয়ার সম্ভবনা রয়েছে। আর সেই কারণেই সেচ দফতরের কর্মীরা ঠিকঠাক কাজ করছে কি না, এবং নদী বাঁধের অবস্থা ক্ষতিয়ে দেখতেই এদিন নদীপথে পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানাকে সাথে নিয়ে এলাকা পরিদর্শন করেন সেচমন্ত্রী। এই ব্লকের ১৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকাই ক্ষতিগ্রস্থ হয়েছে। বহু জায়গায় নদীবাঁধ ধুয়ে গিয়েছে। ভরা কোটালের আগে সেই বাঁধ মেরামতি করা সম্ভব হয়নি। ফলে এলাকার মানুষজন যথেষ্ট অসুবিধার মধ্যে রয়েছে। সেই সমস্ত এলাকায় জরুরি ভিত্তিতে বাঁধ বাঁধা হবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি কেন্দ্রের যে দল রাজ্যে আসছেন তারা এসে এই সমস্ত ক্ষতিগ্রস্থ এলাকা ক্ষতিয়ে দেখুক ও যাতে কংক্রিটের বাঁধের জন্য অর্থ বরাদ্দ করেন সেই দাবি ও তোলেন মন্ত্রী।