করোনার সংক্রমণ রোধে সরকার বিভিন্ন কর্মসূচি নিলেও নিত্য যাত্রীদের পক্ষে তা কি আদৌও মেনে চলা সম্ভব?

আমাদের ভারত, হাওড়া, ১৭ মার্চ: করোনা সংক্রমন আটকাতে ইতিমধ্যেই কিছু ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন তা হল দূরত্ব বজায় রাখা। কিন্তু হাওড়া স্টেশনে দেখা গেল প্রচুর যাত্রী ট্রেন ধরার জন্য স্টেশনের মধ্যে বসে কিংবা শুয়ে রয়েছে গা ঘেঁষাঘেঁষি করে। ট্রেনের মধ্যেও একই ছবি। যাত্রীরা জানান যে চিকিৎসকদের পরামর্শ সঠিক। কিন্তু যাতায়াত তো করতেই হবে কোনো উপায় নেই।

বাস যাত্রীদের ক্ষেত্রেও একই অবস্থা। তারাও জানান, সতর্কতা অবলম্বন যতটুকু করার করছেন। কিন্তু ঘরে বসে তো থাকা যায় না। এদিকে সংক্রমন আটকাতে বাসের হ্যান্ডেল ও কিছু জায়গায় স্যানিটাইজার স্প্রে করার পরামর্শ দেওয়া হলেও তা চোখে পড়ছে না এমনটাই জানান যাত্রীরা। বাস চালকরা জানান, একবার দেওয়া হলেও স্যানিটাইজর পর্যাপ্ত নেই ফলে ব্যবহার করা যাচ্ছে না। চালকরা আরও জানান তাদের জন্য কোনও মাস্কও দেওয়া হচ্ছে না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here