পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যসাগরের পূর্ণাবয়ব মূর্তি বসল উত্তর ২৪ পরগনার বরানগরে

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ সেপ্টেম্বর: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কাজের মধ্যে দিয়ে আজও বর্তমান সমাজ ব্যবস্থায় প্রাসঙ্গিক। শনিবার বাংলা জুড়ে পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত বর্ষ পূর্তি পালিত হচ্ছে। পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মের ২০০ বছর পূর্তি উপলক্ষ্যে বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বন হুগলি গ্রন্থাগারের সামনে বিদ্যাসাগরের পূর্ণাবয়ব আবক্ষ মূর্তির উন্মচোন হল।

করোনা আবহের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন রাজ্যের মন্ত্রী তথা বরানগরের বিধায়ক তাপস রায়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায়, পৌর প্রশাসক অপর্ণা মৌলিক, বরানগর পৌরসভার বিদায়ী পৌরপিতা রামকৃষ্ণ পাল, অঞ্জন পাল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। বিদ্যাসাগর বর্তমান সমাজ ব্যবস্থায় কতটা প্রাসঙ্গিক সেই সম্পর্কে এদিন আলোচনা করেন সাংসদ সৌগত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *