
আমাদের ভারত, ২৭ জুলাই: করোনা ভাইরাসের সংক্রমণ দিন প্রতিদিন বাড়ছে ভারতে। এই পরিস্থিতিতে জঙ্গি সংগঠন আইসিসের ভারতবিদ্বেষী বার্তা আরো বিপদ হয়ে দেখা দিয়েছে। করোনা পরিস্থিতিতেই ভারতকে নিশানা করেছে জঙ্গিরা। অনলাইনে ভারতবিদ্বেষী বার্তায় লেখা হয়েছে ভারতের যত দ্রুত সম্ভব করোনাকে ছড়িয়ে দাও। নিজেরা করোনা ভাইরাসের বাহক হয়ে ওঠো। অর্থাৎ করোনাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছে আইসিস বলে জানা গেছে একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন থেকে।
জঙ্গি সংগঠন আইসিসের একটি অনলাইন ম্যাগাজিন রয়েছে যার নাম “ভয়েস অফ হিন্দ”, সেখানেই জেহাদিদের প্রতি একাধিক বার্তা দেওয়া হয়েছে। ওই ম্যাগাজিনের লকডাউন সংস্করণের ১৭ পাতা জুড়ে শুধুই রয়েছে ভারত বিদ্বেষী মন্তব্য। ভারত বিরোধী একাধিক পরামর্শ দেওয়া হয়েছে সেখানে । বলা হয়েছে বেশি সংখ্যক কাফেরকে হত্যা করে নিজেরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যতদ্রুত সম্ভব তা আরো বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দাও। যাতে ভারতে বহু সংখ্যক মানুষ মারা যায়। এমনকি পুলিশের মধ্যেও করোনা ছড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য ওই অনলাইন ম্যাগাজিনের কভার পেজে, করোনাভাইরাসের শুরুর সময় দিল্লির নিজামুদ্দিন মারকাজের জমায়েতে ছবি ও চলতি বছরে দিল্লি হিংসার ছবিও তুলে ধরা হয়েছে। জেহাদিদের পরামর্শ দিয়ে বলা হয়েছে সব সময় নিজেদের কাছে অস্ত্র রাখতে আর সুযোগ পেলেই কাফেরদের হত্যা করতে। ছুড়ি, চেইন, দড়ি , বন্দুক, হাতুরি ইত্যাদিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে। এর আগে শিশুদের করোনা ভাইরাসের বাহক করার কথা বলেছিল এই জঙ্গি সংগঠন আইসিস।
সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের তরফে জানানো হয়েছে ভারতের কেরালা ও কর্নাটকে আত্মগোপন করে রয়েছে বিরাট সংখ্যক আইসিস জঙ্গি। বলা হয়েছে প্রায় ১৫০- ২০০ জন আইসিস জঙ্গি ওই দুই রাজ্যে আত্মগোপন করে রয়েছে। এই জঙ্গিদের অধিকাংশকেই বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান , ভারত থেকে নিযুক্ত করা হয়েছে। যেকোনো মুহূর্তে দেশের যে কোন প্রান্তে হামলা চালাতে পারে তারা । তারপরই অনলাইনে জঙ্গি সংগঠনের ম্যাগাজিনে এই বার্তা সম্পর্কে জেনে আশঙ্কা আরও বাড়ল।