মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য ইসলামপুর পুলিশের, ১৬৫ কেজি গাঁজা উদ্ধার

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর,
২৯ সেপ্টেম্বর: মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে একটি
পিকআপ ভ্যান থেকে ১৬৫ কেজি গাঁজা উদ্ধার করল ইসলামপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের দিক থেকে একটি সবজির গাড়িতে করে গাঁজা পাচার করা হচ্ছিল গাজার প্যাকেটগুলো। বৃহস্পতিবার সকালে ৩১ নম্বর জাতীয় সড়কে বিশেষ সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ অলিগঞ্জ এলাকায় গাড়িটিকে ধরতে ওৎপাতে পুলিশ। অলিগঞ্জ এলাকায় ওই পিকআপ ভ্যানটি আসতেই সেটিকে জাতীয় সড়কে দাঁড় করায় পুলিশ। গাড়িতে তল্লাশি চালালে সবজির নীচ থেকে গাঁজার প্যাকেট গুলো উদ্ধার করা হয়। বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করে ইসলামপুর থানার পুলিশ। ওই গাড়ি থেকে ২৭ টি গাঁজার প্যাকেট পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, ১৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে এই গাঁজা গুলো মণিপুরি না অন্য কোনো জাতের তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ জাতীয় সড়কে পুলিশকে দেখেই চম্পট দেয় গাড়ির চালক। গাড়ির নম্বর প্লেটের সূত্রধরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানান, গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। গাড়ির চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here