মমতা বন্দ্যেপাধ্যায়ের সভা বয়কট ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরীর

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ মার্চ: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের শুক্রবারের সভা বয়কট করলেন ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী। পঞ্চায়েত ভোটের আগে শুক্রবার কালীঘাটে সভানেত্রী রাজ্যের সমস্ত বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের নিয়ে বৈঠক ডাকেন। সেই বৈঠকে দলের তরফ থেকে কোনো পরিচিত নেতা তাকে ফোন করেননি। একজন অপরিচিত ব্যক্তি তাকে ফোন করে শুক্রবারের বৈঠকের কথা জানিয়েছিলেন। তিনি সেই ফোন ধরেননি। তার ছেলে ইমদাদ চৌধুরী সেই ফোন ধরে তার মতামত জানিয়ে দিয়েছিলেন।

করিম চৌধুরীর আক্ষেপ, দীর্ঘ পঞ্চান্ন বছর বিধায়ক থাকার পর সুব্রত বক্সীর কাছে তাকে শুনতে হয় ব্যক্তি বড় নয় দল বড়। তিনি এও জানিয়েছেন, ইসলামপুরে তার বিরোধী লোকদের দলের নেতৃত্বে আনা হচ্ছে। তাদের পরিবর্তনের প্রস্তাব দিলে সুব্রত বক্সী তাকে রিজাইন দেবার প্রস্তাব দিয়েছিলেন। তিনি সুব্রত বক্সীকে বেলাগাম লোক বলতেও ছাড়েননি। করিম চোধুরীর অভিযোগ, দীর্ঘ চার থেকে পাঁচ বছর যাবদ মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কোনো কথা হয় না। মুখ্যমন্ত্রী তার সঙ্গে কোনো রকম কুশল বিনিময় করেননি। তার ঘোষিত বিদ্রোহী বিধায়ক হিসেবেই তিনি থাকতে চান।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here