দলে নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে ভালো লাগছে: লকেট

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২ জুন: দলে নতুন দায়িত্ব পেয়ে ভালো লাগছে, জানালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিজেপির রাজ্য সদর দফতরে তিনি বলেন, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। সামনে ২০২১-এর লড়াই। সারা রাজ্যের দলীয় কর্মীদের নিয়ে লড়াই করতে হবে। যাতে বাংলায় বিজেপি ক্ষমতায় আসে।

প্রসঙ্গত, সোমবার বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা হয়েছে। সেই কমিটিতে লকেট চট্টোপাধ্যায়কে সাধারণ সম্পাদকের পদে রাখা হয়েছে। প্রথমে মহিলা মোর্চার সভানেত্রী। তারপর হুগলী কেন্দ্র থেকে লোকসভায় জয়। স্বভাবতই লকেট চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে সারা বাংলায় কাজে লাগাতে চায় বিজেপি। যার জন্যই সাধারণ সম্পাদকের পদ দিয়ে দলে হুগলীর সাংসদের গুরুত্ব বাড়িয়েছে বিজেপি।

“নতুন কমিটি আরও ভালোভাবে কাজ করবে। কমিটিতে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। সকলে মিলে কাজ করবো। আর বিজেপিতে পদ পেলে কাজ করতে হয়। হুগলীর সাংসদ হিসেবে আমার দায়িত্ব রয়েছে। সেখানকার মানুষের জন্য কাজ করতে হবে” বলে জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here