রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের প্রশ্ন তোলা সঠিক, মন্তব্য কংগ্রেস সাংসদ প্রদীপ ভটাচার্যের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ জানুয়ারি:
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের প্রশ্ন তোলা সঠিক বলে জানালেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভটাচার্য। প্রসঙ্গত, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে লাগাতার প্রশ্ন তুলছেন জগদীপ ধনকর। সেই প্রসঙ্গে প্রদীপ ভটাচার্য বলেন, রাজ্যপাল তাঁর নিজের চিন্তাধারা দিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন তোলার আধিকার আছে। তবে আমারা অামাদের কাজ দিয়েই দেখতে পাচ্ছি রাজ্যের আইনশৃঙ্খলা ভালো জায়গায় নেই। প্রতিদিন রাজ্যে হিংসার ঘটনা ঘটছে। রাজ্যের পুলিশ প্রশাসন সংবিধান মেনে কাজ করছেন না। তারা একজনের কথা মতো সবকিছু করছে বলে অভিযোগ করেন প্রদীপ ভটাচার্য।

আইনশৃঙ্খলা সহ রাজ্যের হাল খারাপ হওয়ার কারণেই মানুষ বিকল্প চাইছেন। মানুষ রাজ্য ও কেন্দ্রের শাসক দলের বিকল্প চাইছেন বলেই বাম, কংগ্রেস জোট হয়েছে। মানুষকে মুক্তি দেওয়াই আমাদের লক্ষ। সেইজন্য আগামী পুর নির্বাচনে বাম, কংগ্রেস জোট করে লড়াই করবে বলে বৃহস্পতিবার বিধানভবনে জানান কংগ্রেসের রাজ্য সভার সাংসদ প্রদীপ ভটাচার্য। এছাড়াও রাজ্য ও কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে আগামী দিনে যৌথ কর্মসূচি করে লড়াই করা হবে বলে জানিয়েছেন প্রদীপ ভটাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *