প্রার্থী বাছাই করতে বেসরকারি ম্যানেজমেন্ট সংস্থাকে দায়িত্ব দিচ্ছে বিজেপি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১২ মার্চ: পুরভোটে প্রার্থী বাছাই করতে বেসরকারি ম্যানেজমেন্ট সংস্থাকে দায়িত্ব দিচ্ছে বিজেপি! দলীয় সূত্রে এমনটাই খবর।

কলকাতা, হাওড়া ও রাজ্যের কর্পোরেশনগুলির ভোটকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতারা। পুরনির্বাচনে প্রার্থী বাছাইয়ে কেন্দ্রীয় নেতারা যে লক্ষ রাখবেন তা আগেই মুরলিধর সেন লেনকে জানিয়েছে। প্রার্থী নির্বাচনের জন্য রাজ্য বিজেপি ড্রপবক্স চালু করেছে। সেই ড্রপবক্সে প্রার্থী হতে চেয়ে আবেদনের পাহাড় জমা হয়েছে। তারমধ্যে থেকে সেরা প্রার্থী বাছাই করা বেশ কঠিন বলে মনে করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেইজন্য একটি বেসরকারি ম্যানেজমেন্ট সংস্থাকে দায়িত্ব দিয়েছে বিজেপি। বেসরকারি ম্যানেজমেন্ট সংস্থা এলাকায় প্রার্থীর জনপ্রিয়তা যাচাই করবে। তারসঙ্গে কোনও ফৌজদারি মামলা রয়েছে কিনা তাও তারা খুঁজে বার করবে।

ম্যানেজমেন্ট সংস্থার রিপোর্ট হাতে আসার পরেই প্রার্থী নির্বাচন করবে বিজেপি। প্রসঙ্গত ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এরাজ্যের প্রার্থী নির্বাচনে বেসরকারি সংস্থার সাহায্য নিয়েছিল রাজ্য বিজেপি। এবার পুরনির্বাচনেও প্রার্থী নির্বাচনে বেসরকারি ম্যানেজমেন্ট সংস্থার সাহায্য নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রের খবর।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here