
আমাদের ভারত, ২৪ ফেব্রুয়ারি: মোদী ম্যাজিক শুধু এখন ভারতেই নয় পাকিস্তানেও। ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীকে নিজেদের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে পাকিস্তানের নাগরিকরা। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। চরম মূল্যবৃদ্ধির মধ্যে পড়ে এমনটাই দাবি উঠেছে সে দেশে। এমনকি ‘৪৭ সালে দেশভাগ না হলেই ভালো হতো বলেও দাবি করা হচ্ছে এখন সেখানে। এক পাক নাগরিকের এমনই একটি ভিডিও পাকিস্তান ও ভারতে ব্যাপক ভাইরাল হয়েছে।
খান শরীফ ভুট্টো মোশারফ নয় মারাত্মক অর্থনৈতিক সংকট থেকে পাকিস্তানকে বাঁচাতে পারেন কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হওয়া ভিডিওতে এমনই দাবি করতে শোনা গেছে এক পাক নাগরিককে। ভাইরাল ভিডিওটিতে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী পাকিস্তানের ক্ষমতায় থাকলে পাকিস্তানিরা উপযুক্ত মূল্যে পণ্য কিনতে পারতো, মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে থাকত। তার জন্য খান, শরীফ সরকারকে উপহাস করেছেন ওই ব্যক্তি।
ভিডিওটি পাকিস্তান এবং ভারত দু’দেশেই ব্যাপক সাড়া ফেলেছে। প্রাক্তন পাক সাংবাদিক সানা আমজাদ এই ভিডিওটি রেকর্ড করেছেন। মূল্য বৃদ্ধির চাপের মুখে পাকিস্তানের এখন শ্লোগান উঠেছে “পাকিস্তান সে জিন্দা ভাগো, চাহে ইন্ডিয়া চলে যাও।” অর্থাৎ প্রাণ বাঁচাতে পাকিস্তান থেকে পালাও দরকারে ভারতে আশ্রয় নাও। এই স্লোগান কেন উঠেছে তা নিয়ে প্রশ্ন তোলেন সানা। তাতেই এক পাক নাগরিক জবাব দেন, পাকিস্তানের জন্ম না হলেই ভালো হতো। ১৯৪৭ সালের দেশভাগ না হলে তিনি এবং তার সহনাকরিকরা ন্যায় সঙ্গত মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারতেন। বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারতেন। তিনি বলেন, “আমার মতে পাকিস্তান ভারত থেকে আলাদা না হলেই ভালো হতো। তখন আমরা টমেটো কিনতাম কুড়ি টাকা কেজি দরে, মুরগির মাংস পাওয়া যেত ১৫০ টাকা কেজি দরে, পেট্রোল মিলতো প্রতি লিটার ৫০ টাকায়। দুর্ভাগ্যজনক আমরা এই ইসলামি দেশ পেয়েছি কিন্তু আমরা এখানে ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি।”
তিনি আরো বলেন, “মোদী আমাদের চেয়ে অনেক ভালো। তার লোকেরা তাঁকে শ্রদ্ধা করে এবং তাঁকে মেনে চলে। আমাদের যদি নরেন্দ্র মোদী থাকতো তাহলে আমাদের নাওয়াজ, শরিফ, ইমরানের প্রয়োজন হতো না। এমনকি জেনারেল মশারফেরও প্রয়োজন হতো না। আমরা চাই প্রধানমন্ত্রী মোদীকে। কারণ একমাত্র তিনিই এই দেশের সমস্ত খারাপ শক্তির মোকাবিলা করতে পারবেন। ভারত বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি যেখানে আমরা ধারে কাছে কোথাও নেই। আমি মোদীর শাসনে থাকতে প্রস্তুত। মোদী একজন মহান মানুষ। তিনি খারাপ মানুষ নন। ভারতীয়রা ন্যায্য মূল্যে টমেটো এবং মুরগি পাচ্ছেন যখন আমরা রাতে বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারছি না। আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন মোদীকে আমাদের দিয়ে দেন।” ওই পাক নাগরিকের আরও দাবি,পাকিস্তানিদের ভারতের সঙ্গে নিজেদের তুলনা করা বন্ধ করা উচিত। কারন দু দেশের মধ্যে কোনও তুলনাই হয় না।
"Hamen Modi Mil Jaye bus, Na hamen Nawaz Sharif Chahiye, Na Imran, Na Benazir chahiye, General Musharraf bhi nahi chahiye"
Ek Pakistani ki Khwahish 😉 pic.twitter.com/Wbogbet2KF
— Meenakshi Joshi ( मीनाक्षी जोशी ) (@IMinakshiJoshi) February 23, 2023