বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার ইটাহারের সমবায় দপ্তরের আধিকারিক

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ নভেম্বর: স্ত্রীর উপর শারিরিক অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার হলেন সমবায় দপ্তরের আধিকারিক সাবির মোল্লা। ধৃত সাবির মোল্লার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।ধৃতকে আজ রায়গঞ্জ আদালতে পেশ করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

উত্তর দিনাজপুর জেলার সমবায় দপ্তরের আধিকারিক সাবির মোল্লা ইটাহারে কর্মরত। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গীতে। ২০১৯ সালে ইটাহারের বাসিন্দা তানইর সাবিরা বক্স নামে এক মহিলার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাবির তাকে শারিরীক এবং মানসিক অত্যাচা করে বলে রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী সাবিরা। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে ইটাহার থেকে তাকে গ্রেপ্তার করে। ধৃত সাবিরের বিরুদ্ধে বধূ নির্যাতিনের মামলা দায়ের করে আদালতে পেশ করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here