পুরুলিয়ায় স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করা হল জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ

সাথী দাস, পুরুলিয়া, ৫ জুন: মন্দিরে যাওয়া ও পুজোর রীতি রেওয়াজ সবটাই পাল্টে দেবে করোনা ভাইরাস। আর তারই আভাস পাওয়া গেল জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন। শুধু শুদ্ধ চিত্ত মনে এলেই হবে না, স্যানিটাইজার দিয়ে জীবাণু মুক্ত হয়ে ঢুকতে হবে মন্দিরে। এদিন সেটাই দেখা গেল পুরুলিয়ার গোপাল মোড়ের জগন্নাথ মন্দিরে। হাতেগোনা কয়েকজন ভক্তকে ভেতরে যাওয়ার সুযোগ করে দেওয়া হলেও তাদের রীতিমতো জীবাণুমুক্ত করা হয়। বাদ গেল না অঞ্জলি দেওয়ার জন্য ফুল বেলপাতা ও অন্যান্য উপকরণ। নিয়ম মেনে স্নান যাত্রা শুরু হলেও তার আগে বিগ্রহ ও আসন সবটাই কিন্তু জীবাণুমুক্তকরণ করা হয়। আচার মেনে শুধু মন্ত্রে শুদ্ধিকরণের ওপর ভরসা থাকল না ধর্মপ্রাণ মানুষ ও উদ্যোক্তাদের।

মন্দিরের অধ্যক্ষ তথা সেবক ভক্ত গোবিন্দ দাসের কথায়, এই বছর বন্ধ রথ যাত্রা, সরকারি বিধি মেনে স্নান যাত্রা পালন করলেন জগন্নাথ দেব।

পুরুলিয়ার সরবাগানের জগন্নাথ দেবের মন্দিরে স্নান যাত্রা উৎসব পালন করা হল। ২০১৪ সালে গোপালমোড় সরবাগানে প্রতিষ্ঠিত এই মন্দির। প্রতিষ্ঠা বছর থেকেই এই মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রা ও রথ যাত্রা এই দুটি উৎসব মহা ধূমধামের সঙ্গে পালিত হয়ে এলেও এবছর বাধ সেধেছে কোরোনা ভাইরাস এবং লকডাউনের সরকারী বিধি নিষেধ। প্রতি বছর অগণিত মানুষের সমাগম হলেও এবার জগন্নাথ দেবের স্নান যাত্রা পালিত হল এক প্রকার ভিড় ছাড়াই। নিষেধ করা হয়েছিল মন্দিরের পক্ষ থেকেই। এদিন মুষ্টিমেয় কিছু ভক্তের উপস্থিতিতে স্নান যাত্রা উৎসবটি পালিত হয়। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ অন্য সমস্ত সরকারি বিধি নিয়ম মান্য করেন মন্দিরে তার দিকে বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছে’। পরিস্থিতির কারণে এবং প্রশাসনিক নিয়ম মানতে রথের দিন মন্দিরের প‌ক্ষ থেকে কোন রথ বের করা হবে না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here