বেলদার রানীপুরে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অমরত্যানন্দ মহারাজ

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি:
সোমবার পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার রানীপুরে রানীপুর রথযাত্রা কমিটি ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করা হয়। উদ্বোধন করেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অমরত্যানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুরে ব্রহ্মচারী শ্রী রূপ সনাতন, নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ ঘোষ।

জগন্নাথ দেবের মূল অধিষ্ঠান ওড়িশাতে হলেও এরাজ্যে বহু মানুষ তাঁর পূজার্চনা করে থাকেন। মানুষ ওড়িশাতে গিয়ে জগন্নাথ দেবের পুজো দিতে যান। আবার অনেকের পক্ষে যাওয়া সম্ভব নয়। তারা এই মন্দিরে জগন্নাথ দেবের পুজো দিতে পারবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

তাঁরা বলেন, আজকের দিনটি ছিল গ্রামবাসীর বহুদিনের ইচ্ছেপূরণের দিন। তাই মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এলাকাবাসীর ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্দির প্রতিষ্ঠার সঙ্গে ছিল যাগ-যজ্ঞের আয়োজন এবং শেষ বেলায় উপস্থিত সবার জন্য ছিল বসে খিচুড়ি প্রসাদ সেবনের ব্যবস্থা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here