পুরভোটের আগে আইনশৃঙ্খলা নিয়ে মমতার অস্বস্তি বাড়িয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক জগদীপ ধনকরের

আমাদের ভারত, কলকাতা, ৫ মার্চ: পুরভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তৈরী করতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট জমা দিচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর। প্রসঙ্গত, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যপাল জগদীপ ধনকরকে তলব করেছেন দিল্লিতে। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার রাজ্যপাল জানান, বিগত সাত মাস ধরে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি রিপোর্ট দেবো। এছাড়াও রাজ্যের সীমান্ত সুরক্ষার বিষয়টি নিয়ে অমিত শাহর সঙ্গে আলোচনা করবো। রাজ্যের সার্বিক বিষয় নিয়েও আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো বলে শহরের বাইপাশের পাশে প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জিকে দেখতে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে জানান জগদীপ ধনকর। স্বভাবতই রাজ্যের রাজ্যপালের মুখে এমন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

সামনেই পুরভোট। তার আগেই দিল্লিতে অমিত শাহের সঙ্গে রাজ্যপালের বৈঠক রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাশাপশি এদিন রাজ্যপাল পিকে ব্যানার্জির আরোগ্য কামনা করেন। তিনি বলেন আমি আশা করবো প্রাক্তন কিংবদন্তি দ্রুত সুস্থ হয়ে উঠবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here