“নারায়ণ দেবনাথের প্রয়াণে সাহিত্য সৃজনশীলতা জগতের বিশাল ক্ষতি“— জগদীপ ধনকর

আমাদের ভারত, ১৮ জানুয়ারি:
নারায়ণ দেবনাথের প্রয়াণে শোক প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

মঙ্গলবার রাজ্যপাল টুইটারে লেখেন, “পদ্মশ্রী কিংবদন্তি কার্টুনিস্ট এবং বাঁটুল দ্য গ্রেট, হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টের মত শিশুদের জগতের অমর চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথের মৃত্যুতে আমি শোকাহত। তাঁর প্রয়াণে সাহিত্য সৃজনশীলতা এবং কমিকস জগতের বিশাল ক্ষতি। আমি তাঁর পরিবার, বন্ধু এবং ভক্তদের সঙ্গে সমব্যথী।“

প্রসঙ্গত, নারায়ণ দেবনাথ বাংলা কমিক্স সাহিত্যের প্রথম পর্বের অন্যতম দিশারী। বাঁটুল দি গ্রেটের স্ট্রিপে চোখ রাখলে বোঝা যায়, এর কুশীলবরা এক অলীক নগরীর বাসিন্দা। সেই ভুবনে কেমন যেন একটা কাউবয় অধ্যুষিত আমেরিকান ওয়েস্টের গন্ধ। তবে সেখানে হিউমার সৃষ্টি হয় একেবারেই বাঙালি কেতায়। ভুঁইফোঁড়, লোক-ঠকানো, ফ্যাশন-সর্বস্ব পোশাকের দোকানের নাম ‘অঙ্গবাহার’ আর সাদাসিধে পোশাক বিপণির নাম ‘অঙ্গঢাকা’— এমন রসবোধে মজে যেতে সময় লাগেনি বাঙালি পাঠকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *