ঘাটালে জলযোগের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করলেন বিধায়ক

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ মার্চ: জলযোগে যোগাযোগ কর্মসূচির মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করলেন ঘটালের বিধায়ক। শনিবার ঘাটালের তৃণমূল ব্লক পার্টি অফিসে এই কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই।

আজ বিকেলে সাংবাদিকদের সাথে কয়েক ঘন্টা আলোচনা করেন বিধায়ক। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ একাধিক প্রকল্পে বর্তমান সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সাংবাদিকদের সামনে এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিধায়ক শঙ্কর দোলই। এ দিনের কর্মসূচিতে ছিলেন অজিত দে, দিলীপ মাঝি, অরুণ মন্ডল, উদয় শংকর সিংহ রায়, বিভাস ঘোষ, মন্টু বাউরি, সুকুমার পাত্র, সুদীপ মন্ডল, জারিনা ইয়াসমিন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here