জলযোগে যোগাযোগ কর্মসূচির মাধ্যমে এবার সাংবাদিকের সঙ্গে আলাপচারিতা করলেন মন্ত্রী অরূপ রায়

আমাদের ভারত, হাওড়া, ১৩ মার্চ: শুরু হয়েছে তৃণমূলের নতুন কর্মসূচি, জলযোগে যোগাযোগ। এই কর্মসূচির মাধ্যমে বিধায়করা এলাকায় সাংবাদিকদের সঙ্গে বসবেন। তাদের সঙ্গে খাবার টেবিলে বসে আলাপচারিতা করবেন। আলোচনায় জিজ্ঞাসা করবেন তাঁর কাজে কোনও ত্রুটি আছে কিনা? কি করলে আরো ভালো হয়। আর তিনিও জানাবেন তাঁর পরিকল্পনার কথা। গতকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। এই জলযোগে যোগাযোগ কর্মসূচির মাধ্যমে সাংবাদিকের সাথে আলাপচারিতা করলেন মান্ত্রী অরূপ রায় তথা হাওড়া জেলা তৃণমূল সভাপতি। অন্যদিকে হাওড়ার গ্রামীণ এলাকাতেও একইভাবে কর্মসূচি সারলেন বিধায়ক শীতল সরদার।

দিদিকে বলো”কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগ শোনার পর, তৃণমূলের প্রধান উপদেষ্টা প্রশান্ত কিশোরের চিন্তাভাবনাকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭৫ দিনের “বাংলার গর্ব মমতা” নামক কর্মসূচির মাধ্যমে সমাজের সকল অংশের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। তারই অঙ্গ “জলযোগে যোগাযোগ”। এই অনুষ্ঠানের মাধ্যমে বিধানসভা এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে নিজেদের ভালোমন্দ জানার চেষ্টা করবেন। গতকাল সেই কর্মসূচিতে বিভিন্ন সংবাদ মাধ্যম ও ওয়েব পোর্টাল এর সংবাদিক বন্ধুদের নিয়ে আলাপচারিতা সারলেন মন্ত্রী অরূপ রায়।

সাধারণ মানুষের নানা ধরনের নানা সমস্যা সমাধানের জন্য বিধায়কের সাথে আলাপচারিতা চলে নানা বিষয়ে।
একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সকল সাংবাদিকদের যোগদান করিয়ে আগামীতে নানা তথ্য, ঘটনাবলী দেওয়ার বন্দোবস্ত করেন। হাওড়া পৌরসভার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন হবে খুব তাড়াতাড়ি। পাশাপাশি এটাও বলেন, দলীয় পৌর প্রতিনিধিদের ক্ষমতা না থাকা সত্বেও তারা মানুষের পাশে থেকেছেন। দলের কাজ করেছেন। তিনি দাবি করেন, এই কর্মসূচি তারা সাধারণ মানুষের কাছে সফলতার সাথে নিয়ে গেছেন। যেখানে সমস্যা ছিল টাকার বেশিরভাগ তখনই মিটিয়ে দেওয়া হয়েছে। যেগুলোর আশু সমাধান সম্ভব নয় সেগুলোর সমাধানের চেষ্টা করা হচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here