
আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ মার্চ: ক্ষুদ্র চা বাগানের চা শ্রমিক এবং চা চাষিদের স্বাস্থ্য ভালো রাখতে এবার স্বাস্থ্য শিবির প্রকল্পে কাজ শুরু করছে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতি। ইন্টার ন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং আমেরিকার একটি সেচ্ছাসেবী সংস্থার সাথে যৌথ উদ্যোগে এই কাজ করা হবে। মূলত চোখ পরীক্ষা এবং টিউবারকিউলোসিস মিশন প্রজেক্টে কাজ শুরু করা হবে। চা শ্রমিকরা যে জায়গায় কাজ করছেন সেই জায়গার উন্নতিকরণ এবং তাদের স্বাস্থ্য বিষয়ক দিক চিন্তা করেই এই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মঙ্গলবার সমিতির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে।
এদিন সাংবাদিক বৈঠকে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সাধারণ সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, জেলাতে প্রায় ২৫ হাজার ক্ষুদ্র চা বাগান রয়েছে। যেখানে ৩৫ হাজার শ্রমিক কাজ করেন। এদের মধ্যে মহিলার সংখ্যা বেশি। সুতরাং ক্ষুদ্র চাষিদের কাজ শুধু চা পাতা বিক্রি করলাম তা নয়। বাগানে যে সব শ্রমিকরা কাজ করছেন তাদের শরীর সুস্থ রাখার দিকটা চিন্তা করেই এই প্রকল্প শুরু করা হচ্ছে আগামী মাস থেকে।
প্রথম অবস্থায় ক্ষুদ্র চা চাষি এবং শ্রমিক পরিবার মিলিয়ে ৫ হাজার জনকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। তবে তার আগে, কিভাবে চা শ্রমিকরা সুস্থ থাকতে পারবেন সেই বিষয়ে গৌহাটিতে ইন্টার ন্যাশনাল লেবার অর্গানাইজেশনের করা প্রশিক্ষন শিবির থেকে প্রশিক্ষন নিয়ে এসেছেন চার জন ক্ষুদ্র চা চাষি। তারাই এবার বিভিন্ন ক্ষুদ্র চা বাগানে গিয়ে প্রচার এবং অন্যান্যদের এই বিষয়ে প্রশিক্ষন দেবেন বলে জানান বিজয় গোপাল চক্রবর্তী।