মশাল মিছিলের মধ্য দিয়ে সূচনা হল জলপাইগুড়ি জেলা ক্রীড়া প্রতিযোগিতার

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ ফেব্রুয়ারি: ৭ ও ৮ ফেব্রুয়ারি জেলা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে চলছে। তার আগে সোমবার মশাল মিছিলের মধ্য দিয়ে
জেলা ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হল। এ দিন শহরের ডিপিএসসি থেকে মশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিল রাজগঞ্জে পৌঁছে যাবে।

জানা গিয়েছে, মশাল মিছিলের মশাল এদিন রাজগঞ্জ সার্কেলে রাখা হবে। মঙ্গলবার সেই মশাল জেলা ক্রীড়া প্রতিযোগীতার রাজগঞ্জের বেলাকোবা হাই স্কুলে নিয়ে যাওয়া হবে। দুই দিন ধরে সেখানে চলবে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। জেলা ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩৪টি ইভেন্টের আয়োজন করা হয়েছে। ১৯ সার্কেল থেকে প্রায় ৩৪ জন করে ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করবে খেলায়।

জেলা স্পোর্টস কো-অডিনেটর স্বপন বসাক বলেন, “জেলা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম স্থান যে অধিকার করবে সে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে। এবছর রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা হবে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *