তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করে উত্তপ্ত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, প্রতিবাদে রাস্তা অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ মার্চ: তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করে উত্তপ্ত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর এলাকা। ঘটনাকে কেন্দ্র করে শহর ও শহরতলী এলাকায় একাধিক জায়গায় রাস্তা অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে।

ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে। সময় যত এগিয়েছে দু’পক্ষের ঝামেলা তত বাড়ে। ঘটনায় এক মহিলা সহ মোট ছয় জন হাসপাতালে চিকিৎসাধীন। এ দিন আইএনটিটিইউসি অনুমোদিত অস্থায়ী কর্মী সংগঠন তাদের দাবিদাওয়া নিয়ে হাসপাতাল চত্বরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বলে দাবি। সেই সময়ে তৃণমূলেরই আরেকটি গোষ্ঠী তৃণমূলের এসটি এসসি সেলের কর্মীরা হাসপাতালে হাজির হয়। এর পরেই দুপক্ষের বচসা থেকে শুরু হয় মারপিট। একে অপরের বিরুদ্ধে হামলা চালায় বলে অভিযোগ। দু’পক্ষের গোলমালে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। ধারালো অস্ত্র, বাঁশ, লাঠি নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রোগীর পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়ায়, হাসপাতালের একাংশ দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। জেলা তৃণমূলের সভাপতি মহুয়া গোপ এসে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেছেন।

এ দিকে আইএনটিটিইউসির পতাকা নিয়ে জলপাইগুড়ি শহরের নেতাজি পাড়া, দিনবাজার, কদমতলা এছাড়া বিভিন্ন এলাকায় অবরোধ চলছে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে। আইএনটিইউসি জলপাইগুড়ি টাউন ব্লক সভাপতি পূর্ণব্রত মিত্র বলেন, “আমাদের দলের মহিলাদের উপর আক্রমণ চালায়। দল আমাকে
দায়িত্ব দিয়েছে ওই এলাকা দেখার জন্য। আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে অবরোধ চলছে। জেলা সভাপতি ও সভানেত্রীকে জানানো হয়েছে।”

তৃণমূলের এসটি এসসি সেলের সভাপতি কৃষ্ণ দাস বলেন, “যে নেতা এই এলাকায় এসেছিল তার তো এখানে আসার কথা না। আমাদের সংগঠনের কর্মীরা রয়েছে হাসপাতালে। তাদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। আমাদের দেখে স্লোগান দেওয়া হয় এই নিয়ে ঝামেলা।”

এদিকে জেলা সভানেত্রী বলেন, “আমাদের তৃণমূলের দলের সংগঠন আইএনটিটিইউসি। এই সংগঠনের কাউকে মারধর করে হাসপাতালের পরিস্থিতি অস্বাভাবিক করা কোনো ভাবেই বরদাস্ত করা হবে না। রাজ্য নেতাদের ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলব।”

ডিএসপি সদর সমীর পাল বলেন, “দুই পক্ষের ঝামেলা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *