জলপাইগুড়িতে টোটোর যাত্রী ভাড়া বৃদ্ধির দাবি, আন্দোলনে সিটু অনুমোদিত ইউনিয়ন

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ মে: টোটোর যাত্রী ভাড়া বৃদ্ধি ও পুরসভার তরফে পরিচয় পত্র দেওয়ার দাবিতে জলপাইগুড়ি রাস্তায় নামল সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়ন। বৃহস্পতিবার শহরে মিছিল করে কদমতলায় অবস্থায় বিক্ষোভের মধ্য দিয়ে নিজেদের দাবি তুলে ধরলেন টোটো চালকরা। সাত দিনের মধ্যে সমস্যা সমাধান না হলে আবারও বৃহত্তর আন্দোলন শুরু করবেন টোটো চালকরা, হুঁশিয়ারি ইউনিয়নের নেতাদের।

শহরে টোটোর দাপট প্রতিদিন বাড়ছে।
কয়েক দফায় টোটোর লাগাম টানতে পুর কর্তৃপক্ষ একাধিক সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আজও সেই সব সিদ্ধান্ত কার্যকর হয়নি বলে অভিযোগ। এর জেরে শহরের পাশাপাশি শহরতলী ও ময়নাগুড়ি, হলদিবাড়ি, বেলাকোবা, বেরুবাড়ি সহ একাধিক জায়গার অসংখ্য টোটো শহরে দাপিয়ে বেড়াচ্ছে। ১২-১৪ হাজার টোটো চলছে। এর জেরে শহরের যানজটের সমস্যা নিত্যদিনের ঘটনা। কবে টোটোর লাগাম টানতে পারবে পুর কর্তৃপক্ষ ও ট্র‍্যাফিক পুলিশ এখন সেদিকে তাকিয়ে সকলে।

এদিকে টোটোয় এখনও ন্যূনতম যাত্রী ভাড়া দশ টাকা। এরপর দূরত্ব অনুযায়ী বাড়তি ভাড়া দিয়ে থাকে যাত্রীরা। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে টোটো চালকরা ন্যূনতম যাত্রী ভাড়া দুই কিলোমিটার রাস্তা পর্যন্ত ১৫ টাকা, এরপর প্রতি এক কিলোমিটার রাস্তা পাঁচ টাকা করার দাবি তুলে আন্দোলনে নামলো।

ইউনিয়নের জেলা সম্পাদক শুভাশিস সরকার বলেন, “টোটোর যাত্রী ভাড়া বৃদ্ধি করতে হবে বার বার আন্দোলন চলছে। পুলিশের হয়রানি বন্ধ করে নতুন টোটো কেনার ক্ষেত্রে নির্দেশিকা জারি করা সহ বিভিন্ন দাবি নিয়ে আমাদের আন্দোলন চলছে। পুলিশ বাঁধা দিয়েছিল। আমরা আজকে সাতদিন সময়সীমা বেধে দিলাম। নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *