মকরের পরে হচ্ছে জঙ্গলমহল উৎসব

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ জানুয়ারি: এবছর রাজ্যস্তরীয় জঙ্গলমহল উৎসব শুরু হচ্ছে মকর উৎসবের পরে। এবার জঙ্গলমহল উৎসব তিন দিন কমে হবে ছয়দিনের। রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী শান্তিরাম মাহাতো জেলাশাসকের দপ্তরে উৎসব বিষয়ক সভা শেষে সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এবার জঙ্গলমহল উৎসব হবে কুড়ি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত।

প্রথমে জঙ্গলমহল উৎসব ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আটদিন মেলা হওয়ার কথা ছিল। কিন্তু উৎসবের স্থান নিয়ে বিভ্রান্তি দেখা দেওয়ায় শেষমেষ ননীবালা বয়েজ স্কুলের মাঠে মেলা হবে বলে স্থির হয়। জঙ্গলমহল উৎসবের পরেই শুরু হচ্ছে ঝাড়গ্রাম মেলা ও যুব উৎসব। শহরের ঘড়াধরা পার্কে ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত যুব মেলা চলবে বলে মহকুমা শাসক সুবর্ণ রায় জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *