
আমাদের ভারত,৩১ জানুয়ারি: জামিয়ায় সিএএ বিরোধি পড়ুয়াদের ওপর হামলাকারীকে সম্মানিত করবে হিন্দু মহাসভা বলে জানালেন সংগঠনের নেতা অশোক পান্ডে। বৃহস্পতিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ওপর হামলাকারী নাবালককে সত্যিকারের দেশপ্রেমিক আখ্যা দিয়েছে হিন্দু মহাসভা। গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের সঙ্গে তাকে তুলনা করেছেন তারা। একই সঙ্গে তারা ঘোষণা করেছে, ওই হামলাকারী নাবালকের সমস্ত আইনি খরচের যোগান দেবে হিন্দু মহাসভা।
সংগঠনের মুখপাত্র অশোক পান্ডে বলেছেন, “ও একজন প্রকৃত দেশ প্রেমিক। একেবারে নাথুরাম গডসের মত। আমরা ওকে নিয়ে গর্বিত। দেশবিরোধীদের থামানোর চেষ্টা করেছে।” একই সঙ্গে হিন্দু মহাসভা নেতার দাবি, “যারা দেশ বিরোধী তাদের শাস্তি দিতে অস্ত্র হাতে তুলে নেওয়াই যায়।” একইসঙ্গে তিনি নপবলেন, ”সংবিধান অনুযায়ী ঠান্ডা মাথায় খুন এবং আবেগের বশে খুনের মধ্যে তফাৎ রয়েছে।”
Hindu Mahasabha will felicitate Jamia firing accused, calls him a true nationalist like Nathuram Godse, Disgusting. #JamiaShooting pic.twitter.com/KtXajAmUUF
— Sanjay विश्वकर्मा (@SanjayV_INC) January 31, 2020
অশোক পান্ডে আরোও বলেছেন, শার্জিল ইমাম বা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কিংবা জেএনইউ বা জামিয়া মিলিয়া ক্যাম্পাসে যারা দেশ বিরোধী কার্যকলাপ চালায় তাদের এভাবে শাস্তি দেওয়া উচিত। ওরা গুলি খেয়েই মরার যোগ্য।
অশোক পান্ডে জানিয়ে দিয়েছেন, অভিযুক্ত ওই নাবালকের রেহাইয়ের জন্য সমস্ত রকম আইনি সহায়তা দেবে হিন্দু মহাসভা।
প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার রাজধানীর রাস্তায় পুলিশের সামনে সিএএ বিরোধী পড়ুয়াদের ওপর বন্ধুক হাতে হামলা চালায় এক নাবালক। ফেসবুকে নিজেকে রামভক্ত গোপাল বলে পরিচয় দেওয়া অভিযুক্তের এই কাণ্ড নিয়ে রীতিমতো উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। তবে প্রশ্ন ওঠে সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশের ভূমিকা নিয়েও। যদিও অভিযুক্তকে কোনো ভাবেই রেয়াত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।