জাপান ফেরত যুবক স্বাস্থ্য দপ্তরের নজরে

আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ মার্চ: দুদিন আগে জাপান থেকে উপসর্গ নিয়ে গড়বেতার বাড়িতে ফেরার পর এক যুবককে পর্যবেক্ষণে রেখেছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর। বুধবার তার কর্মস্থল জাপান থেকে গড়বেতায় ফেরার পর ওই যুবকের শ্বাসকষ্ট এবং মাথা ও পেট যন্ত্রণা শুরু হয়। আঠাশ বছর বয়সের এই যুবকের যুবকের এইসব উপসর্গ দেখে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে জেলা স্বাস্থ্য দপ্তর। তার মুখের লালা সংগ্রহ করে পরীক্ষার জন্য বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ রঞ্জিত কুন্ডু। তিনি বলেন, মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে ছাড়ার পর তার বাড়িতে তাকে চৌদ্দ দিন বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here