আন্দোলন আর কৃষকদের হাতে নেই, এর পেছনে শাহিনবাগ গ্যাং আছে, দাবি জাভড়েকরের

আমাদের ভারত, ১২ ডিসেম্বর: নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানীতে যে কৃষক আন্দোলন চলছে তার পেছনে শাহিনবাগ গ্যাং রয়েছে। এই আন্দোলন আর কৃষকদের হাতে নেই বলেই একটি জাতীয় স্তরের সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে‌ দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রীর প্রকাশ জাভড়েকর।

গোয়েন্দা সূত্রে খবর কৃষক আন্দোলনে নকশালরা ঢুকেছে। ফলে আগামী দিনে এই আন্দোলন থেকে হিংসা ছড়ানোর আশঙ্কা রয়েছে। কৃষক আন্দোলনে ইতিমধ্যেই নকশালদের দেখা গেছে। সরকারি সূত্রে খবর দিল্লি জয়পুর সীমান্ত দখল করতে কৃষকদের উসকাচ্ছে তারা।
এমনকি আগামী দিনের সরকারি সম্পত্তি ভাঙচুর ও হিংসা ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দারা।সেই সূত্র ধরেই যা জাভড়েকর বলেছেন কৃষকদের ঢাল করে হিংসা ছড়াতে পারে নকশালরা। এমনকি সরকারি সম্পত্তি ধ্বংসের ষড়যন্ত্র করেছে তারা।

নয়াকৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে ৩২টি কৃষক সংগঠন। তাদের মধ্যে অন্যতম কীর্তি কিষান সংগঠনের সভাপতি র বলেছেন সরকারের দাবি ভিত্তিহীন। কেউ আমাদের উস্কানি দিচ্ছে না। মিথ্যে প্রচার করে বদনাম করার উদ্দেশ্যেই সরকার এই সব বলছে। সংযুক্ত কিষান ইউনিয়ন সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে।

এছাড়া কৃষক আন্দোলনে খালিস্তানি রয়েছে বলেও অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিল্লি সীমান্ত সংলগ্ন এলাকায় কৃষকদের সভায় বিতর্কিত ব্যানার দেখা গেছে‌ ষ। ওই ব্যানারের দেশদ্রোহে অভিযুক্তদের মুক্তি দেওয়ার দাবি করা হয়েছে।

একাধিকবার কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষকদের সঙ্গে বৈঠকে বসেছেন। ন্যূনতম সহায়ক মূল্য থাকবে বলেও আশ্বস্ত করেছেন কৃষক নেতাদের। বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে তাদের। কিন্তু তা খারিজ করে দিয়েছে কৃষক সংগঠনগুলি। তাদের দাবি তিন আইন প্রত্যাহার করতে হবে সরকারকে। এছাড়া কোন কথা হবে না। এরপর কৃষকদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহও। কিন্তু তাতেও কোনো রফা সূত্র বের হয়নি। ন্যূনতম সহায়ক মূল্য থাকবে তা সরকার লিখিত ভাবে দিতে চাইল কৃষকরা আইন প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here