ছত্তিশগড়ে মাও হামলায় নিহত পুরুলিয়ার জওয়ান

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৯ ফেব্রুয়ারি: মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ চলার সময় গুলিতে নিহত হলেন পুরুলিয়ার এক কমাণ্ডো জওয়ান। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। নিহত কমাণ্ডোর নাম কানাই মাজি বলে
জানাগেছে। তিনি সিআরপিএফের ২০৮ কোবরা ফোর্সের কমান্ডো ছিলেন। কানাই পুরুলিয়া জেলার রঘুনাথপুরের লাছিয়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সিলভামুরুগান।

সূত্র থেকে আরও জানাগেছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুকমা জেলায়। বিকেল চারটে নাগাদ কিস্তারাম থানার পালোদি গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে কোবরা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এই সময়ই কানাইয়ের গুলি লাগে। হেলিকপ্টারে করে রাইপুর নিয়ে যাবার সময় তার মৃত্যু হয়। জেলা পুলিশ সুপার সিআরপিএফের সূত্র উল্লেখ করে বলেন, আজ বিকেল নাগাদ গ্রামের বাড়িতে জওয়ানের দেহ আনা হতে পারে। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষ কৃত্য সম্পন্ন হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here