বাগনানে ম্যাললক গ্রামে আক্রান্তদের দেখতে হাসপাতালে জয় ব্যানার্জি

আমাদের ভারত, হাওড়া, ১৯ নভেম্বর: সোমবার বাগনান শরৎ অঞ্চলের ম্যাললক গ্রামে বোমাবাজিতে আহত দলের মহিলা কর্মীদের দেখতে মঙ্গলবার দুপুরে উলুবেরিয়া মহকুমা হাসপাতালে আসেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। এদিন জয় হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়ের সঙ্গেও দেখা করেন। পরে জয় বলেন, সোমবার বাগনানে যেভাবে বোমাবাজি হয়েছে এবং মহিলারা আহত হয়েছে তা নিন্দনীয়। তিনি পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অবিলম্বে গ্রামে পুলিশ পিকেট বসানোর পাশাপাশি গ্রামে শান্তি ফেরানোর দাবি জানিয়েছেন।

জয় বন্দ্যোপাধয়ায় বলেন, যদি গ্রামে শান্তি না ফেরে তাহলে আক্রান্ত মহিলাদের নিয়ে তিনি রাজভবন যাবেন। বুধবার তিনি গ্রামে যাবেন এবং তার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে পুলিশকে। জয় অভিযোগ করেন এখন কোনো নির্বাচন না থাকলেও কেন এত অশান্তি এবং কেন মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে। রাজনৈতিক এই সংঘর্ষে মহিলাদের দূরে রাখার ব্যাপারে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে তিনি রাজি আছেন।

অন্যদিকে এদিন বিকালে গ্রামে গিয়ে আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিজেপির রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুলিশ যদি গ্রামে শান্তি ফেরানোর ব্যবস্থা না করে তাহলে বিজেপি নিজেই ব্যবস্থা করে নেবে। এদিন রাজু অভিযোগ করেন, রাজ্যে তৃণমূল এবং পুলিশ একসঙ্গে সন্ত্রাস চালাচ্ছে। এদিন অন্যদের সঙ্গে গ্রামে যান বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অনুপম মল্লিক, সাধারণ সম্পাদক প্রত্যুষ মন্ডল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here