বনধ সফল করতে রাস্তা অবরোধ ঝাড়গ্রামে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ নভেম্বর: ধর্মঘটের সমর্থনে ঝাড়গ্রাম জেলায় সকাল থেকে রাস্তায় নামে বাম সংগঠনগুলি। দফায় দফায় মিছিল, রেল অবরোধ, রাস্তা আটকানো থেকে শুরু করে যাত্রী বাহী বাস ও পন্যবাহী গাড়ি আটকালো বাম সংগঠনের কর্মীরা সমর্থনরা।

ঝাড়গ্রাম স্টেশনে টাটা-হাওড়া গামী স্টিল এক্সপ্রেস আটকে দেয় বনধ সমর্থকরা। ঝাড়গ্রাম পেট্রোল পাম্পের সামনে আটকানো হয় স্টেট বাস। রাস্তায় দেখা যায়নি কোনো বেসরকারি বাস। জেলা শহরের মতোই বন্ধের প্রভাব পড়েছে নয়াগ্রাম ও গোপীবল্লভপুর ১ ব্লকে। তবে গোপীবল্লভপুর দু’নম্বর ব্লক, সাঁকরাইল ব্লক, জামবনি ব্লক বিনপুর ১নম্বর ব্লক বিনপুর ২ নম্বর ব্লকে এর মিশ্র প্রভাব পড়েছে। এদিন গোপীবল্লভপুর ১ নং ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান এস ইউ সি আই কর্মীরা। ভেতরে ঢুকতে বাধা দেয় পরে পুলিশ গিয়ে বিক্ষোভ তুলে দেয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here