করোনা ঠেকাতে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পদক্ষেপ

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৯ মার্চ: ঝাড়গ্রাম জেলায় এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান না পাওয়া গেলেও আতঙ্ক রয়েছে সর্বত্র। ঝাড়গ্রাম শহরের সুপার স্পেশালিটি হাসপাতালের কোয়ারেন্টাইনে করোনা আক্রান্ত সন্দেহে একজনকে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তি বুধবার পাঞ্জাব থেকে কিছু উপসর্গ নিয়ে ঝাড়গ্রামে এসেছিলেন। ওইদিনই তাকে কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়। এছাড়াও সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশনে দু’জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্যে একজন সিআরপিএফ জওয়ান এবং একজন ঝাড়গ্রাম সংশোধনাগারের এক অভিযুক্ত।

ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানিয়েছেন, জেলায় আইসোলেশন এবং কোয়ারেন্টাইনে কিছু শয্যা প্রস্তুত রাখার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ রয়েছে। সেই মতই পদক্ষেপ করা হচ্ছে। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে কোয়ারেন্টাইনে শয্যা রয়েছে চৌদ্দটি এবং আইসোলেশনে বারোটি। জেলার গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কোয়ারেন্টাইনে শয্যা রয়েছে ত্রিশটি এবং কোয়ারেন্টাইনে কুড়িটি। এছাড়াও নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে কোয়ারেন্টাইনে শয্যা রয়েছে ছয় টি এবং আইসোলেশনে বারোটি।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, জেলায় এখনো পর্যন্ত পর্যবেক্ষণে রাখা রোগীদের কারোর করোনা ধরা পড়েনি। জেলা স্বাস্থ্য দপ্তর সবদিক থেকে প্রস্তুত রয়েছে। রাজ্য থেকে প্রয়োজনীয় সব রকম সরঞ্জাম পাওয়া গেছে। সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে বলা হচ্ছে। অহেতুক আতংকিত হওয়ার তেমন কোনো কারণ নেই। যেকোনো ধরনের অবৈজ্ঞানিক পন্থা অবলম্বন না করতে প্রচার করা হচ্ছে। সর্দি জ্বর হলেই সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার আবেদন জানানো হচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here