
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৫ মার্চ: করোনা ভাইরাসের জেরে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তর ঝাড়খণ্ড ও ওড়িশা সংলগ্ন এলাকা গুলিতে স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে। রাজ্যের বাইরে কাজ করতে যাওয়া শ্রমিক এবং কলেজ পড়ুয়ারা করোনার জেরে ইতিমধ্যেই রাজ্যে ফিরতে শুরু করেছে। তাই দুই রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে স্বাস্থ্য দপ্তর ও ব্লক প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে মেডিকেল চেকআপ।
করোনা ভাইরাস রুখতে ইতিমধ্যে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তার সাথে জেলা জুড়ে শুরু হয়েছে করোনার সচেতনামূলক শিবির। করোনা রুখতে রবিবার দ্বিতীয় দিনে স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনের উদ্যোগে ওড়িশা ও বাংলা সীমান্ত লাগোয়া বিস্তীর্ণ এলাকায় হেলথ চেকআপ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরে আধিকারিকরা সমস্ত গাড়ির চালক ও যাত্রীদের হেলথ চেকাপ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলিতেও করোনা ভাইরাস নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। মূলত স্কুল ও কলেজ পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই প্রচেষ্টা।