ঝাড়গ্রাম জেলা পুলিশের সাফল্য

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ ডিসেম্বরঃ ঝাড়গাম জেলা পুলিশের বড় সাফল্য। গত বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা পুলিশ ৫২টি হারিয়ে যাওয়া মোবাইল তুলে দিল মালিকদের হাতে। এনিয়ে জেলায় মোট ৪৭৯টি মোবাইল তুলে দেওয়া হল মালিকদের হাতে। যার বাজারমূল্য প্রায় ৫০.৫ লক্ষ টাকা।

কাল যে মোবাইলগুলো ফেরত দেওয়া হয় সেগুলি ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া সহ পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকেও গুলি উদ্ধার করা হয়েছে। মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর। এছাড়া উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিষ্ণুপদ বেরা, এছাড়াও ছিলেন ঝাড়গ্রাম ও ঝাড়গ্রাম জেলার অন্যান্য পুলিশ কর্মীরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here