উপ-নির্বাচনের তৃণমূলের জয়জয়কার, আবীর খেলায় মাতলেন ঝাড়গ্রাম জেলার কর্মীসমর্থকরা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম , ২৮ নভেম্বর:
উপনির্বাচনে তিনটিই জয়জয়কার তৃণমূলের। অার তার জেরেই জঙ্গলমহলে হোলি ও দীপাবলি একসাথে পালিত হচ্ছে। এই প্রথম খড়গপুর জয় তৃণমূলের, যা ছিল এতদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দখলে। এছাড়াও এই প্রথম কালিয়াগঞ্জ দখল করে উচ্ছসিত তৃণমূল শিবির। সেই জয়ে শামিল জঙ্গলমহলের তৃণমূলের কর্মী সমর্থকরা। ঝাড়গ্রামের কোর্ট রোড চত্ত্বর সবুজ অাবিরে ঢেকে যায়। একই ছবি ধরা পড়ে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের যাত্রা ময়দান ও গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের রান্টুয়া পার্টি অফিস এলাকাতেও। সেখানে আবীর উড়িয়ে উল্লাস করেন তৃণমূল কর্মীরা। তিনটে অাসন জয় যে বর্তমান রাজনীতিতে বিশেষ প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here