স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ জুলাই: আদিবাসী সম্প্রদায়ের পাঁচ দফা দাবিতে ইটাহার থানার বৈদরা চেকপোষ্টে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল উত্তর দিনাজপুর ঝাড়খন্ড দিশম পাটি’ ও আদিবাসী সিঙ্গেল অভিযান। এদিন আদিবাসী দুটি সংগঠনের শতাধিক কর্মী সমর্থক ইটাহার থানার চেকপোষ্ট বৈদরা এলাকায় জাতীয় সডক অবরোধ করে বিক্ষোভ দেখায়।দীর্ঘক্ষণ। অবরোধের ফলে জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এদিন শতাধিক আদিবাসী মহিলা ও পুরুষ তির- ধনুক লাঠি নিয়ে জাতীয় সড়কের উপর বাঁশ ফেলে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী।
ঝারখন্ড দিশম পাটি’র জেলা সম্পাদক দুর্গা মুর্মু বলেন, ইটাহার ব্লকে মারনাই অঞ্চল ও জয়হাটে এলাকায় কিছু জমি কিছু আদিবাসি দুষ্কৃতির। পুলিশকে দুষ্কৃতিদের নাম জানানো সত্বেও পুলিশ তাদের গ্রেপ্তারে পদক্ষেপ নিচ্ছেন না। এছাড়া আরও বেশ কিছু দাবিতে আজকের এই রাস্তা অবরোধে সামিল হয়েছেন। এদিনের কম’সূচিতে ছিলেন আদিবাসী সিঙ্গেল অভিযানের জেলা নেতা গোপাল টুডু।