
আমাদের ভারত, ১৫ মার্চ: মাওবাদীদের বড়োসড়ো নাশকতামূলক তৎপরতা ভেস্তে দিল ঝাড়খন্ড পুলিশ। পশ্চিম সিংভূম জেলার চাইবাসা এলাকায় পোড়াহাটের জঙ্গল রাস্তা থেকে পুলিশ পাঁচ কেজি ওজনের একটি সিলিন্ডার বোমা উদ্ধার করেছে।
পোড়াহাটের একটি রাস্তার নিচে মাওবাদীরা সিলিন্ডার বোমটি পুঁতে রেখেছিল বলে চাইবাসা পুলিশ জানিয়েছে। সিলিন্ডার বোমটি উদ্ধার করার পর ঝাড়খন্ড রাজ্যের বোম ডিসপোজাল টিম গিয়ে তা নিষ্ক্রিয় করে। মাওবাদীদের খোঁজে পোড়াহাট ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এবং ঝাড়খন্ড পুলিশের জওয়ানরা।