মেদিনীপুর পৌরসভায় জেলা যুব কংগ্রেসের বিক্ষোভ 

আমাদের ভারত, মেদিনীপুর, ২১ ডিসেম্বর: সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভায় বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। যুব কংগ্রেস জেলা কার্যালয় থেকে  মেদিনীপুর শহরের নিমতলা, গোলকুয়া, কোতবাজার সহ বিভিন্ন এলাকায় মিছিল করে মেদিনীপুর পৌরসভায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ সভা এবং তারপর ৭ টি পৌরসমস্যা নিয়ে দাবিপত্র প্রদান করেন জেলা যুব কংগ্রেস নেতৃত্ব। এদিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন জেলা যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ সাইফুল, সহ সভাপতি সুহাসীশ পন্ডা, সাধারণ সম্পাদক রণদীপ চক্রবর্তী, সঞ্জীব দত্ত ও নির্মাল্য ব্যানার্জি।

স্মারকলিপি প্রদান করতে যান মেদিনীপুর বিধানসভা যুব কংগ্রেস সভাপতি মীর আরিফ, কাজী নুরুল হুদা সহ ৫ জন যুব কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সম্পাদক রঞ্জন ভকত, শহর কংগ্রেস সভাপতি অশোক দে, জেলা কংগ্রেস নেতা কুনাল ব্যানার্জি, নিতাই মৈত্রী, আশিস সেন ও মহিলা কংগ্রেসের নেত্রী মান্তু আহমেদ সহ যুব কংগ্রেসের অনান্য কর্মীরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here